শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কালীগঞ্জে অস্ত্রসহ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আটক

কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কালীগঞ্জ উপজেলার উলুখোলা থেকে ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাসী করে আমেরিকার তৈরী একটি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর রশিদ তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে কালীগঞ্জের রায়েরদীয়া এলাকায় মোটর সাইকেলে করে ছাত্রলীগ নেতা কাজল ও তানিন অস্ত্র উঁচিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে উলুখোলা ফাঁড়ির পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় দেহ তল্লাশি করে ছাত্রলীগ নেতা কাজলের কোমড় থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের দুইজনকে আটক করে কালীগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল বাশার কাজল (২৭) পৌরসভার দূর্বাটি গ্রামের নুরুল ইসলাম আকন্দের পুত্র ও তানিন (২৮) বড়নগর গ্রামের ফারুক খানের পুত্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
kamal ২৯ এপ্রিল, ২০১৮, ১০:২৮ এএম says : 0
he will be released soon because he is also one of the golden boys of ............. ............... asper pm chattra league cadres are future leaders of the country.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন