শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হাজীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ৯:০৯ পিএম

হাজীদের যারা হয়রানি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহাজাহান কামাল। তিনি জানান, হজযাত্রীদের জন্য তারিখ অনুযায়ী বিমান নির্ধারিত করা হয়েছে ।
শনিবার জাতীয় আইনগত সহায়তা দিবসে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহাজাহান কামাল বলেন, অধিকারবঞ্চিত করার নামই অবিচার। অনেক গরিব দুঃখী মানুষ আর্থিক সুবিধা না থাকায় বিচার পায় না। আর্থিক সহযোগিতা না থাকায় গ্রামের দরিদ্র জনগোষ্ঠী বিচার পায় না। সরকার অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করে।
জেলা লিগ্যাল এইড এর সভাপতি ও জেলা দায়রা জজ ড. এ কে এম আবুল কাসেমের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য মোঃ আবদুল্লাহ ও মোঃ নোমান প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন