শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

আইনের ব্যত্যয় হলে ই-কমার্স ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

ই-কমার্সের মাধ্যমে বাজারে বিরূপ প্রভাব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে ই-কমার্স ব্যবসায়ীদের সতর্ক করেছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের (বিসিসি) চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম। দেশের ই-কমার্স সেক্টরের কার্যক্রম বিষয়ক এক সভায় তিনি এ কথা বলেন। গতকাল কমিশনের সভাকক্ষে এ সভা হয়। বিসিসি চেয়ারপারসন বলেন, প্রতিযোগিতা আইনের ১৫ ও ১৬ ধারায় ই-কমার্সের বিধি-বিধান রয়েছে। এসময় তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রতিযোগিতা আইন মেনে চলার অনুরোধ জানান। আইনের ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা। এছাড়া বাংলাদেশ ব্যাংক, ই-ক্যাব প্রতিনিধি, ইকোনমিক রিপোর্টার্স ফোরামসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা তাদের নিজ নিজ ব্যবসার পলিসি ও ডিসকাউন্ট পদ্ধতি, মুনাফা বিষয়ের সুস্পষ্ট আলোচনা করেন। প্রতিযোগিতাবিরোধী কোনো কর্মকাণ্ড না জড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন