বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মিডিয়াতে শক্ত অবস্থান গড়ে তুলছেন আফ্রি সেলিনা

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: আফ্রি সেলিনা ছোটপর্দায় ও বড় পর্দায় সমানতালে কাজ করছেন। ২০১১ সাল থেকেই মিডিয়ায় তার যাত্রা শুরু। ধীর গতিতে সচেতনভাবে তিনি তার পথ চলতে চান। গত ভালোবাসা দিবসে ফাহমিদা নবী ও বাপ্পার গাওয়া ‘ভালোবাসি’ গানের মিউজিক ভিডিওতে আফ্রি’র গø্যামারাস উপস্থিতি দর্শকের নজর কাড়ে। মিউজিক ভিডিওটিতে পারফরমেন্স ছিলো চোখে পড়ার মতো। সম্প্রতি আফ্রি সেলিনা আসিফ আকবর ও প্রতীক হাসানের দুটো নতুন গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। আসিফ আকবরের ‘আগুন’ গানেও মডেল হিসেবে বেশ আলোচিত হন। মিডিয়াতে আফ্রি’র শুরুটা ছিলো ২০১১ সালে ‘ওম্যান্স ওয়ার্ল্ড’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। এরপর তিনি প্রথম নাঈম তালুকদারের নির্দেশনায় ওপার বাংরার ইন্দ্রনীলের বিপরীতে ‘অন্যপথ’ চলচ্চিত্রে অভিনয় করেন। সেই চলচ্চিত্রের কাজ পঞ্চাশ ভাগ কাজ শেষ হবার পর আটকে আছে বাকী কাজ। এরপর আফ্রি অভিনয় করেন মনিরুল ইসলাম সোহেলের ‘স্বপ্ন যে তুই’ এবং কলতাতার ‘স্মৃতিমালা’ চলচ্চিত্রে। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ইদ্রিস হায়দার পরিচালিত ‘নীল ফড়িং’ চলচ্চিত্রটি। কয়েকদিন আগেই তিনি এর ডাবিং-এর কাজ শেষ করেছেন। আগামী কোরবানীর ঈদে সিনেমাটি মুক্তি দেয়া হবে। আফ্রি সেলিনা বলেন, ‘আমি ছোটপর্দায় এবং বড় পর্দায় সমানতালেই কাজ করার চেষ্টা করছি। তবে যে কাজই করছি না কেন, তা মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি।’ আফ্রি প্রথম বিজ্ঞাপনের মডেল হন গাজী শুভ্রর নির্দেশনায় ‘ইফাদ বিস্কুট’র। এরপর তিনি আরো বেশকিছু বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেন। সর্বশেষ তিনি রাসেল শিকদারের নির্দেশনায় ‘এলডি স্মার্ট’ টিভির দুটো বিজ্ঞাপনে মডেল হন। গত বছর তিনি শ্রেষ্ঠ মডেল হিসেবে এটিএন বাংলার স্টার অ্যাওয়ার্ড লাভ করেন। আফ্রি সেলিনার বাবার বাড়ি হায়দারাবাদে। তার জন্ম আগ্রায়। তবে ছোটবেলা থেকেই তিনি ঢাকায় বেড়ে উঠেছেন। তার অভিনীত তুষার খান পরিচালিত ‘বহে সমান্তরাল’ ধারাবাহিকটি নিয়মিতভাবে চ্যানেল নাইনে প্রচার হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন