শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালি আসর

ছড়া

প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শীতের দিনে
গোলাম আশরাফ খান উজ্জ্বল

শীতের দিনে হিমেল হাওয়া
ভাপাপুলি পিঠে খাওয়া।
খেজুর গাছে রসের হাড়ি
যাবো মোরা মামাবাড়ি।
নীল আকাশে উড়ছে ঘুড়ি
ছুটি হবে তাড়াতাড়ি।
পায়রা ডাকে বাকুম বাক
শীত এবার দূরে যাক।

মিথ্যা বলা পাপ
ইমন শাহ্

সত্যটাকে যায় না ঢাকা
মিথ্যা দিয়ে কভু
তবু কেন মানুষগুলো
মিথ্যা বলে প্রভু!
মিথ্যা বলা পাপ যে ভীষণ
মিথ্যা বলা ছাড়
মিথ্যা বলে যায় না পাওয়া
ভালোবাসা কারো।
পরকালে মিথ্যাবাদীর
হবে কঠিন সাজা,
যতই বড় হোক না কেন
বাদশা কি বা রাজা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Add
আবুল খায়ের বুলবুল ৫ জুলাই, ২০২১, ৯:২৪ এএম says : 0
সোনালী আসর প্রতি সোমবার পত্রিকার কোন পৃষ্ঠায় দেখতে চাই
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর