গফরগাঁও উপজেলার নবগঠিত পাগলা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছেন। গতকাল শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, পাগলা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার স্বল্পনিয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সোহেল মিয়া (২০)কে আটক করেন। এ সময় সোহেলের দেহ তল্লাসী করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই সময় ময়রা গ্রামের আলাল উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী শামছুল হক (২৭) কে ১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। অন্য অভিযানে গরু চুরি মামলার আসামি আমাতরের টেক গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রাজিব মিয়া (৩৪) ও পাগলা টেকপাড়া গ্রামের শরিফ মিয়ার ছেলে পারভেট (২৩)কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। পাগলা থানার সেকেন্ড অফিসার এস আই আনিছুর রহমান জানান আটককৃতদের ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন