জামালপুরের সরিষাবাড়ীতে বালু ব্যবসার জের ধরে সাবেক এমপির ইফতার মাহফিলে যাওয়ার পথে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে জাহিদুল ইসলাম (২৫) নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহতের বাবা পিংনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বাদি হয়ে গতকাল শনিবার বিকালে সরিষাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নামোল্লেখ করে ১৯জন ও অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়। আসামিরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠণের বিভিন্ন শাখার নেতাকর্মী বলে জানা গেছে। মামলার বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, ‘মামলার ৮নং আসামি ইউপি সদস্য বাশুরিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে হারুন মিয়াকে (৪৫) হত্যাকান্ডের রাতেই গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’ স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, যমুনা নদীর বালু ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে বৃহষ্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি ডা. মুরাদ হাসানের ইফতার মাহফিলে যাওয়ার পথে পিংনা ইউনিয়নের নরপাড়া এলাকায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ বাঁধে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন