মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হুমায়ূন আহমেদের গল্প নিয়ে বাচ্চাদের জন্য ঈদের ধারাবাহিক নির্মাণ করলেন শাওন

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৮, ১২:০০ এএম

হুমায়ূন আহমেদের বিখ্যাত গল্প ‘বোতলভ‚ত’ নিয়ে নাটক নির্মাণ করলেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। পাঁচ পর্বের এই শিশুতোষ ধারাবাহিকটির চিত্রনাট্য তৈরী করেছেন লুৎফর রহমান নির্ঝর। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ, আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরী, আব্দুল্লাহ রানা, ওয়াসেক, শাহনাজ সুমি, প্রীনন, জয়াত, ঋত সহ আরো অনেকে। মেহের আফরোজ শাওন বলেন, ‘বাচ্চাদের নিয়ে অনেক কাজ করেছেন হুমায়ূন। তার নাট্যজীবনে বাচ্চাদের চরিত্রগুলোর সবসময় বিশেষ ভ‚মিকা ছিল। কিন্তু শুধু বাচ্চাদের নিয়ে কখনও কাজ করেননি। এখন যেহেতু শুধু বাচ্চাদের জন্য দূরন্ত টেলিভিশন কাজ করছে তাই তাদের জন্য বোতলভূত নির্মাণ করা।’ নাটকের গল্পে দেখা যাবে, অবিকল রবীন্দ্রনাথের মতো একজন বোতলে ভরে একটা ভ‚ত উপহার দেয় সাত বছরের হুমায়ূনকে। স্কুলে অংক স্যার, আর বাড়িতে বড়চাচার শাসনে জর্জরিত হুমায়ূন বোতলভ‚তকে অনুরোধ করে তার সমস্যার সমাধান করে দিতে। এর মধ্যে গ্রীষ্মের ছুটিতে হুমায়ূনের স্কুলে আয়োজিত হয় ফুটবল চ্যাম্পিয়নশিপের। বোতল ভ‚তের সাহায্য নিয়ে জিতে যায় হুমায়ূনের রয়েল বেঙ্গল ক্লাব। হুমায়ূন ঠিক করে তার সব সমস্যার সমাধানকারী বোতল ভ‚তকে একটা সম্বর্ধনা দিবে। কিন্তু বোতল ভ‚তকে আর খুঁজে পায়না তারা। আসলেই কি বোতলভ‚ত তাদের সাহায্য করেছিল? ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত দূরন্ত টিভিতে প্রতিদিন দুপুর ১:৩০ ও রাত ৮ টায় স¤প্রচারিত হবে নাটকটি।
ছবিঃ শাওন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন