শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মঠবাড়িয়ার ৫ গ্রামে শুক্রবার ঈদ

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

মঠবাড়িয়ার ৫ গ্রামের শুরেশ্বর পীরের অনুসারী প্রায় ৬ শতাধিক পরিবার শুক্রবার ঈদ-উল-ফিতর উদযাপন করবে।
জানাযায়, উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া ও খেতাছিড়া গ্রামে শুরেশ্বর পীরের অনুসারী প্রায় ৬ শতাধিক পরিবার ১৬ মে বুধবার থেকে রোজা শুরু করেছে। আজ বৃহষ্পতিবার রোজা ৩০টি পূর্ণ হওয়ায় আগামীকাল শুক্রবার তারা ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবে।
ভাইজোড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ ফরহাদ হোসেন জানান, আমাদের ৩০টি রোজা পূর্ণ হয়েছে তাই শুক্রবার ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করব।
উল্লেখ্য শুরেশ্বর পীরের অনুসারীরা প্রতি বছল সৌদী আরবের সাথে মিল রেখে রমজান ও দুই ঈদ পালন করে থাকে। এবছর সৌদী আরবে ১৫ মে মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় বুধবারের পরিবর্তে বৃহষ্পতিবার রোজা শুরু হয়েছে। তবে উপজেলার শুরেশ্বর পীরের অনুসারীরা বুধবারই রোজা শুরু করে। এবিষয়ে শুরেশ্বর পীরের অনুসারী সাবেক ইউপি সদস্য মো: শিপন খন্দকার জানান, তারা শুরেশ্বর দরবারের অনুসারী। একানে আধ্যাতিক বিষয় যুক্ত থাকায় তারা বুধবার থেকে রোজা শুরু করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন