ইরানের হয়ে গ্রুপ ‘বি’ থেকে আজমুন তিনটি ম্যাচের পুরো সময়ই মাঠে ছিলেন। তবে সবচেয়ে ভরসার এই তারকার কাছ থেকে কোনো গোল আসেনি। তাইতো তার বিরুদ্ধে এমন সমালোচনা।
রাগে-ক্ষোভে হঠাৎই অবসরের ঘোষণা দিলেও আজমুন কারণ হিসেবে মায়ের অসুস্থতার কথা জানিয়েছেন। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, ছেলের প্রতি সমর্থকদের গালাগালি দেখে মায়ের অসুস্থতা নাকি আরও বেড়েছে!
এদিকে ইরানের আরেক স্ট্রাইকার রেজা গুচান্নেজহাদও অবসর নিয়েছে। তবে বিশ্বকাপে ইরানের হয়ে একটাও ম্যাচ না খেলতে পারা এই তারকার বয়স হয়েছে ৩০। কিন্তু আজমুনের এমন সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারেননি। ইরানের ইতিবাচক সমর্থকদের আশা, আজমুনের রাগ কমলে আর তার মা একটু সুস্থ হলেই নিজের সিদ্ধান্ত বদলাবেন।
মন্তব্য করুন