শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

স্বান্ত্বনার জয় নিয়ে ফিরছে তিউনিশিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ৩:০১ পিএম

‘জি’ গ্রুপ বাদে বিশ্বকাপে প্রায় সব গ্রুপেই ছিল উত্তেজনার বারুদ। এখানে ইংল্যান্ড আর বেলজিয়াম বেশ এগিয়ে থেকে আগেভাগেই শেষ ষোলো নিশ্চিত করে। শেষ দুই ম্যাচও যেন হলো নিয়মরক্ষার। পানামা-তিউনিশিয়া ম্যাচের ফলে বিশ্বকাপের কিছুই যায় আসত না। আগ্রহে না থাকা ম্যাচটি জিতে বিশ্বকাপ শেষ করেছে তিউনেশিয়া।


সারানাস্কে বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা পানামাকে ২-১ গোলে হারায় আফ্রিকার দেশ তিউনিশিয়া। প্রথমে এড়িয়ে গিয়েছিল অবশ্য পানামাই। বৈশ্বিক দর্শকদের আগ্রহ না থাকলেও গ্যলারি ছিল ভরপুর। দুই দেশের সমর্থকরা পুরো ৯০ মিনিটই মাতিয়ে রাখেন গ্যলারি।


চাপ না থাকায় দুদলই বেশ নির্ভার হয়ে খেলেছে। ইয়াসিন মেরিয়াহ’র আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে তিউনিশিয়া। তবে তা শোধ করে বিরতির পর। ৫১ মিনিটে দলকে সমতায় ফেরান বেন ইউসুফ। ৬৬ মিনিটে ওয়াহাবি খাজরির গোলে জয় নিশ্চিত করে তিউনিশিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন