ব্রাজিল-বেলজিয়াম রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে আগামী শুক্রবার কাজান অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১২টায়। এই ম্যাচে চাপমুক্ত থেকে খেলার পরিকল্পনা রবের্তে মার্তিনেসের। আজার-লুকাকুদের শুরু থেকে ম্যাচটা উপভোগের পরামর্শও দিয়েছেন বেলজিয়াম কোচ।
শেষ ষোলোর ম্যাচে গত সোমবার মেক্সিকোকে ২-০ গোলে হারায় ব্রাজিল। একই দিনে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে সেরা আটে উঠে বেলজিয়াম। দারুণ লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বেলজিয়ামের ফরোয়ার্ড তমা মুনিয়ে। এটা দারুণ একটা ম্যাচ হবে। বেলজিয়ামকে এখনই দেখাতে হবে তাদের মেধাবী খেলোয়াড় আছে।
দিনের প্রথম ম্যাচে মেক্সিকোকে হারিয়ে আগেভাগেই কোয়ার্টারের টিকিট নিশ্চিত করে রেখেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমার নৈপুণ্যে মেক্সিকোকে ২-০ গোলের ব্যবধানে হারায় তিতের শিষ্যরা। প্রথমার্ধ গোল শূন্যভাবে ড্র হলেও বিরতির পর নিজেদের স্বাভাবিক খেলা শুরু করে ব্রাজিল। দলগত বোঝাপড়ায় দারুণ এক গোল করে দলকে এগিয়ে নিয়ে যান নেইমার। নেইমারের সাহায্যে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন ব্রাজিলিয়ায়ন স্ট্রাইকার রবার্তো ফিরমিনো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন