শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

লড়াইয়ের আগে কেনের হুঙ্কার

অঅজ রাতে কলম্বিয়ার মুখোমুখি ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৮, ৫:১৫ পিএম

শেষ সময়ের অনুশীলনে ব্যস্ত কেইন ও ইংল্যান্ড দল -ইন্টারনেট


বিশ্বকাপে দারুণ কিছু করার এবারই হয়ত সেরা সুযোগ পাচ্ছে ইংল্যান্ড। এমনটাই দাবি কিংবদন্তি ইংরেজ ফুটবলার ব্রায়ান রবসনের। তার মতে, ‘মানছি বেলজিয়াম ম্যাচ আমরা খুব খারাপ খেলেছি। বরং তুলনামূলক ভাবে আমাদের কাজটা সহজ হত শেষ ষোলোয় জাপানকে পেলে। তবু যে সুযোগ এ বার আমাদের সামনে এসেছে তাকে কাজে লাগাতে না পারলে আমি প্রচন্ড হতাশ হব।’

সুযোগ কতটা সহজ তারও ব্যাখ্যা করেছেন রবসন, ‘শনিবার পর্তুগাল ছিটকে গেছে। ২৪ ঘণ্টার মধ্যে স্পেনও। তাই আমাদের দিকে দারুণ ভাল কোনও দল এখন আর নেই। কলম্বিয়াকে হারাতে পারলে সেমিফাইনালে ওঠার রাস্তাও পরিষ্কার হয়ে যেতে পারে বলে আমার বিশ্বাস।’

প্রতিপক্ষ হিসেবে জাপানের চেয়ে কলম্বিয়াকে কঠিন মনে করছেন রবসন। কিন্তু অতীতে কখনও ইংল্যান্ডকে তারা হারাতে পারেনি। শেষ বার দু’দলের খেলা হয়েছিল অবশ্য সেই ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপে। সে বারও ইংল্যান্ডই ২-০ জেতে। গ্যারেথ সাউথগেটের দলে যিনি মাঝমাঠে ঝড় তোলেন সেই জেসে লিনগার্ড কিন্তু মনে করেন এ বারের কলম্বিয়া তাঁদের কাছে বেশ কঠিন বাধা। তিনি আলাদা করে বলেছেন রাদামেল ফালকাওয়ের কথা।

কলম্বিয়া ম্যাচেও ইংল্যান্ড যে গোলের জন্য হ্যারি কেন-এর দিকে তাকিয়ে থাকবে সেটা পরিষ্কার। কেন নিজে জানিয়েছেন যে, মাঠে নামলেই গোল পাবেন এই বিশ্বাসটা তাঁর তৈরি হয়েছে। জীবনের প্রথম দু’টি বিশ্বকাপ ম্যাচেই পাঁচ গোল করে কেন এখন সোনার বুটেরও দাবিদার। বেলজিয়াম ম্যাচে তাঁকে খেলানো হলে গোল সংখ্যাও বাড়িয়ে নিতে পারতেন। কেন-এর বক্তব্য, ‘এখন মনে হচ্ছে সব ম্যাচেই আমি গোল পাব। বিশেষ করে যখন গোলের সামনে আমার কাছে বল এসে পড়ছে। হ্যাটট্রিকের পরের ম্যাচই কলম্বিয়ার সঙ্গে খেলব। আবার গোল করতে চাই। করা দরকারও। কারণ এই ম্যাচটা অসম্ভব গুরুত্বপূর্ণ আমাদের কাছে।’

তাঁর সোনার বুট জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে কেনের প্রতিক্রিয়া, ‘আমার লক্ষ্য সোনার বুট নয়। বিশ্বকাপটা দেশে নিয়ে যেতে চাই। সে জন্যই আমাকে গোল করতে হবে। তবে সেই সঙ্গে সোনার বুটটা নিতে পারলে খারাপ হয় না। কিন্তু তার জন্য সবার আগে বিশ্বকাপে টিঁকে থাকতে হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন