শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন ২১০ মেগাওয়াট

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

গত সোমবার রাতভর ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। যার ফলে লেকের চারদিক কানায় কানায় ভরে গেছে। পানি বৃদ্ধিতে লেকের তীরবর্তী বহু বসতভিটা ডুবে গেছে। পানি বৃদ্ধির ফলে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের স্প্রিলওয়ের ১৬ সøুইস গেট আধা-ফুট করে গতকাল (মঙ্গলবার) সাড়ে ১২টা পর্যন্ত খোলা রাখা হয়েছে। পানির অবস্থা বুঝে পরবর্তী আরো বাড়ানো হতে পারে বলে বিউবো সূত্রে জানা যায়। কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, পানি বৃদ্ধির ফলে বর্তমান পানির লেভেল রয়েছে (১০২.২৩ এমএসএল) পরিমাণ। দীর্ঘদিন ২ নম্বর বিদ্যুৎ ইউনিট বন্ধ থাকার পর (সোমবার) রাত থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদনে আনা হয়েছে। বর্তমানে পাঁচটি ইউনিট চালু থাকায় একদিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২১০ মেগাওয়াট। এদিকে বর্ষণ হওয়ার দরুণ প্রতিনিয়ত লেকের পানি বৃদ্ধি পাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন