রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজির (বিইউবিটি) ছাত্র সৈয়দ মো. মাসুদ রানাকে (২৩) চাপা দিয়ে হত্যার অভিযোগে দিশারী পরিবহনের চালক মো. হামিদ ওরফে মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ভোরেলক্ষীপুর সদর উপজেলার গৌরীনগর গ্রামের মনু মিয়া মোল্লার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। লক্ষীপুর থানার সহযোগিতায় শাহ আলী থানার এসআই অনুজ কুমারের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে।
শাহ আলী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, বাসটি ঘটনার পরপরই আটক করা হয়। এই ঘটনায় একটি মামলাও হয়েছে। চালককে গ্রেফতার করা হয়েছে। সে এই মামলায় আসামি। তাকে ভোর রাতে লক্ষীপুর একটি বাসা থেকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে প্রেরণ করা হবে।
বিইউবিটি’র ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মো. আবু সালেহ বলেন, চালককে গ্রেফতারের বিষয়টি শিক্ষার্থীদের জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে।
গত সোমবার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠ মোড়ে বাসচাপায় নিহত হন মাসুদ রানা (২৩)। তিনি বিউবিটি’র বিবিএ বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন