শনিবার ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ০১ রবিউল সানী ১৪৪৬ হিজরী

অভ্যন্তরীণ

জনশক্তি রফতানি ও রেমিট্যান্স প্রেরণে শীর্ষে কুমিল্লা

কুমিল্লা থেকে সাদিক মামুন | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৮ এএম


প্রতিমাসে কুমিল্লা থেকে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে বিদেশ গমন করছে ৫ হাজারের বেশি শ্রমিক। এভাবে বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের মোট জনশক্তি রপ্তানি ও রেমিটেন্স প্রেরণে দীর্ঘ কয়েক বছর ধরে শীর্ষে রয়েছে কুমিল্লা। বিদেশে শিল্প, কল-কারখানা, অফিস, মরুভূমি, কৃষি জমিসহ বিভিন্ন পেশায় সম্পৃক্ত থেকে মাস শেষে রেমিটেন্স আকারে হাজার কোটি টাকা দেশে পাঠাচ্ছে কুমিল্লা জেলার প্রবাসীরা।
জনশক্তি রপ্তানিতে ২০০৫ সাল থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে গমন করেছে কুমিল্লা অঞ্চলের ৮ লাখ ৩ হাজার ৪৭জন লোক। গত বছর ৩০ নভেম্বর পর্যন্ত কুমিল্লা জেলার ১লাখ ৪৫ হাজার ৪৮৭জন বিদেশে চাকরি প্রার্থীর রেজিষ্ট্রেশন করেন। তারমধ্যে ৯৭ হাজার ৭৫৭জন লোক চাকরি নিয়ে বিশ্বের প্রায় ৩০টির বেশি দেশে গেছেন। যেখানে নারী শ্রমিক রয়েছেন ৩ হাজার ১১৬জন। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে বিদেশ গমন করেছে ২৭ হাজার ৯২৭জন। তারমধ্যে নারী শ্রমিক রয়েছেন ১হাজার ২শ’জন। এসময়ে বিদেশে চাকরির জন্য গমনোচ্ছুক প্রায় ৩০ হাজার পুরুষ-মহিলা নিবন্ধন করেছেন। গড়ে প্রতিমাসে প্রায় ৫ হাজার পুরুষ ও নারী শ্রমিক কুমিল্লা থেকে বিদেশ যাচ্ছে। কেবল বিদেশে গমন লোকসংখ্যার দিক থেকেই নয়, তাদের উপার্জিত অর্থ পাঠানোর (রেমিটেন্স) ক্ষেত্রেও কুমিল্লা শীর্ষস্থানটি ধরে রেখেছে। জনশক্তি রপ্তানির মূল দেশগুলোর মধ্যে কুমিল্লার বেশিরভাগ লোকই অবস্থান করছেন সৌদিআরবের রিয়াদ, জেদ্দা, আবুধাবি, দুবাই, কাতার, জর্দান, বাহরাইন, লিবিয়া, ওমান, কুয়েত, কোরিয়া, ইরাক, জর্দান, জাপান, মিশর, থাইল্যান্ড, স্পেন, মস্কো, গ্রীস, হংকং, মালয়েশিয়া, লেবানন, মালদ্বীপ, ব্রæনাই, মরিশাস, সিঙ্গাপুর, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লার সহকারি পরিচালক দেবব্রত ঘোষ জানান, কুমিল্লা থেকে প্রতি বছরই বিপুল সংখ্যক শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে চাকরি নিয়ে গিয়ে থাকে। জনশক্তিশক্তি রপ্তানি ও রেমিটেন্স প্রাপ্তিতে কুমিল্লা শীর্ষস্থানে অবস্থান করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন