রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

‘আমি ঘুষ দাবি করিনি’

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১২:০৫ এএম

তাড়াশের বারুহাস ইউনিয়নের বারুহাস গ্রামের আব্দুল মান্নান (৫৬) নামে এক গ্রাহকের নিকট থেকে লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনাল অফিসের ডিজিএম কামরুজ্জামানের বিরুদ্ধে।
ভুক্তভোগী গ্রাহক জানিয়েছেন, বারুহাস বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নিয়মানুযায়ী ৮টি বানিজ্যিক মিটারের আবেদন করা হয়। আবেদনকৃত মিটারগুলির তিন মাস পূর্বে কাস্টোমার মিটার অর্ডার (সিএমও) হয়। এরপরও ডিজিএম কামরুজ্জামান সংযোগ পেতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সুপারিশ জমা দিতে বলেন। নির্দেশ মতো সুপারিশ জমা দেয়া হয়। প্রায় চার মাস সময় ক্ষেপনের পর অফিসে ডেকে ১ লাখ টাকা ঘুষ দাবি করেন।
গ্রাহক আব্দুল মান্নান আরো বলেন, ইতোপূর্বেও ডিজিএম কামরুজ্জামান বারুহাস এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক রফিক মাস্টারের মাধ্যমে তার নিকট ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। এ প্রসঙ্গে ডিজিএম কামরুজ্জামান বলেন, চেয়ারম্যানের সুপারিশ চাওয়া হয়েছে ঠিকই। তবে আমি ঘুষ দাবি করিনি। এই অভিযোগ মিথ্যা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন