শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বেহাত হচ্ছে পাউবোর সম্পত্তি

স্টাফ রিপোর্টার, বরগুনা থেকে | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

বরগুনার আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ঘর উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। সূত্র মতে, চাওড়া মৌজার ১৪১ নং খতিয়ানের ১৫৬ নং দাগের ২৫ শতাংশ জমি স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি রাতের আধারে পাউবো বেড়িবাঁধ সংলগ্ন জমি দখল করে দুটি টিনশেট ঘর উত্তোলন করেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৯৬৭ সালে উপজেলার চাওড়া ইউনিয়নের চাওড়া মৌজার ১৪১ খতিয়ানের ১৫৬ নং দাগ বেড়িবাঁধের জন্য ৪৩/১ পোল্ডারের অধীন পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করে। স্থানীয় এক প্রভাবশালী সরকারি আইনের কোনো তোয়াক্কা না করে গায়ের জোরে রাতের আধারে দুটি টিনশেড ঘর উত্তোলন করে দখল করেছেন।
এ ব্যাপারে ওই ব্যক্তি মুঠোফোনে বলেন, আমি ১ নং ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ডের এ জমি ছাড়াও আরো জমি পূর্ব মালিক ৬৪ জনের কাছ থেকে নোটারি করে নিয়েছি। জমি কিভাবে নোটারি নিলেন এর কোনো জবাব তিনি দিতে পারেননি। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম মুঠোফোনে জানান, ঘর উত্তোলনের কথা শুনেছি সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান মুঠোফোনে জানান, সরকারি জমি অনুমতি ছাড়া কেউ দখল করতে পারে না। সরকারি সম্পত্তি রক্ষা করতে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন