রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ক্যাটরিনা-জ্যাকুলিনের বিবাদ মীমাংসা করে দিলেন সালমান

| প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

অভিনেতা সালমান খান এখন তার বলিউড সহকর্মীদের নিয়ে ‘দাবাঙ ট্যুর’-এ ব্যস্ত আছেন। একাধিক দিক থেকে এই ট্যুর সাফল্য পেয়েছে। প্রতিটি শোতে বিপুল দর্শক আসছে। এতে অংশগ্রহণকারীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন তেমনি অনেকের বিবাদ মিটছে একে কেন্দ্র করে। এই ট্যুরেরই একটা সময় সালমান খান বলিউডের দুই বিবদমান শীর্ষ অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং জ্যাকুলিন ফার্নান্দেজের মধ্যে মীমাংসা করিয়ে দিয়েছেন, তাও এক মজার কায়দায়। জানা গেছে সালমান প্রথমে তাদের দুজনকে ডেকে তাদের বিরোধ মিটিয়ে নিতে আনুরোধ করেন। ট্যুরের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বলেছে,” সালমান এক সন্ধ্যায় তাদের নিয়ে এক রুমে বসেন আর বিবাদ মিটিয়ে নিতে অনুরোধ করেন। তারপর হুমকি দেন জিতেন্দ্র একসময় শ্রীদেবী আর জয়া প্রদার বিবাদ মেটাবার জন্য যেমন তাদের এক ঘরে তালাবদ্ধ করে রেখেছিলেন ঝগড়া মেটা পর্যন্ত তাদেরও তেমন করে আটকে রাখা হবে। তার আর প্রয়োজন হয়নি। সালমানের উপস্থিতিতেই ক্যাটরিনা আর জ্যাকুলিন পরস্পরকে জড়িয়ে ধরে গালে চুমো দিয়ে সন্ধি করে নেন। এবং শপথ করেন আর কখনও এই সন্ধি ভাঙবেন না। তারা প্রতিশ্রæতি রেখেছেন এবং পারফর্মেন্সের সময় ছাড়া তাদের অনেকবার একসঙ্গে দেখা গেছে।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন