রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ প্রাচ্যনাটের কিনু কাহারের থেটার

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

শিল্পকলা একাডেমিতে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক কিনু কাহারের থেটার। এটি প্রাচ্যনাটের ১৫তম প্রযোজনা। মনোজ মিত্রের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। সহকারী নির্দেশক হিসেবে আছেন মনিরুল ইসলাম রুবেল। মঞ্চ পরিকল্পনা করেছেন রিঙ্কন সিকদার। আলোক পরিকল্পনা করেছেন হাসনাত রিপন। নাটকের গল্পে দেখা যাবে, এক নারীর শ্লীলতাহানি ঘটিয়েছে পুতনা রাজ্যের উজির। এ নিয়ে রেগে গেছেন লাট সাহেব। রাজা পড়লেন মহাসংকটে। উজির তার প্রাণের দোস্ত, তাকে কী করে চৌদ্দ ঘা চাবুক মারতে আদেশ দেবেন লাট সাহেব? উজিরকে বুদ্ধি দিলেন, একজন লোক ঠিক করতে, যে আদালতে এসে সাক্ষ্য দেবে উজির নয়, অপকর্মটি করেছে আসলে সে, তাই সাজাও তারই প্রাপ্য। নাটকটিতে অভিনয় করছেন- মনিরুল ইসলাম, সানজিদা প্রীতি, শাহরিয়ার ফেরদৌস, মিতুল রহমান, চেতনা রহমান ভাষা, জগন্ময় পাল, রফিকুল ইসলাম, শাহরিয়ার রানা, রক্তিম বিপু, তানজি কুন, এবিএস জেম, সজিব, সাদি, পারবিন পারু, ফুয়াদ, সাইফুল জার্নাল প্রমুখ। উল্লেখ্য, গত ১৮ ফেব্রæয়ারি থেকে ৮ এপ্রিল ভারতে অনুষ্ঠিত ৮ম থিয়েটার অলি¤িপকে মঞ্চস্থ হয়। ভারতের ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি) কর্তৃক আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ এই নাট্যোৎসবে ‘কিনু কাহারের থেটার’ ভারতের দুটি বড় শহর দিল্লী এবং ভ‚পালে মঞ্চস্থ হয় এবং নাট্যপ্রেমীদের মন জয় করে নেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন