সিলেট বিএনপি- ছাত্রদলের ৩৪ জন নেতাকমীর বিরুদধে মামলা দাঁয়ের করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামীর তালিকায় রয়েছেন ৩৪/৩৫ জন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নিরবাচনী কাযালয়ে আগুনের ঘটনায় এ মামলা দাঁয়ের করা হয় শাহপরান থানায়। শনিবার রাতে নগরীর টুলটিকরে আগুনে পোডে যায় কামরানের নির্বাচনী কাযালয়। এঘটনায় রোববার রাতে মামলা দাঁয়ের করেন ওয়ার্ড আ’লীগ নেতা ফরিদ আহমদ। মামলায় আসামীদের মধ্যে রয়েছেন, দিলোয়ার হোসেন দিনার, সাঈদ আহমদ, আরিফ আহমদ, মুক্তা আহমদ, আব্দুস সালাম, মুকিত মিয়া, জয়নাল, মাহবুবুল হক, তারেক আহমদ, হাবিবুর রহমান জামিল, ইমাম উদ্দিন, নজরুল ইসলাম, নেছার আহমদ, সাজ্জাদ, আব্দুল মান্নান, ইমরান আহমদ চৌধুরী, জাফর ইকবাল, তারেক, ফারুক বকশি, আলাল মিয়া, উমেদ, মোফাজ্জল চৌধুরী, আশরাফ উদ্দিন, আশরাফ উদ্দিন, দিপক, রাসেল, সেবুল আহমদ, বদরুল আজাদ রানা, টিটন মল্লিক, তপু আহমদ, সাজু মিয়া, আবিদ, নাহিদ, কবিরুল হাসান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন