বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগের কর্মীরা নৌকায় সিল মারছে বলে অভিযোগ করেছেন
বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরোয়ার।
সোমবার সকাল ৮টার দিকে নগরীর সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দেয়ার পর সরোয়ার এ অভিযোগ করেন।
তিনি বলেন, ভোটকেন্দ্রে না যেতে
বিএনপির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হয়েছে।
মেয়রপ্রার্থী বলেন, পরিস্থিতি থমথমে। নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তার পরও যদি ২০ শতাংশ শান্তিপূর্ণ নির্বাচনও হয়, তা হলে
ধানের শীষ জিতবে।
মন্তব্য করুন