শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

বৃষ্টি-বিরহের পদাবলি

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

রকি মাহমুদ

অশ্রুশোভিত চোখ

প্রকৃতি এখোন মেতে উঠেছে বৃষ্টি বৃষ্টি খেলায়
প্রলুব্ধ স্পর্শময় শব্দে নিরন্তর বুনে চলেছে শিল্পজল
এযেনো কোনো অকাল বৈধব্যের শিরোনামহীন কান্না
মাঝে মাঝে শব্দে-নৈঃশব্দ্যে বাতাসের চকিত চোরা চুম্বন
গাঢ় অন্ধকারে বৃক্ষের আড়ালে বিদ্যুৎ এঁকে দেয় আঁধারের আল্পনা
মায়াবী অতীত পরিত্যক্ত স্বপ্নের শরীরে ফুটায় নৈঃসঙ্গের হুল
শ্রাবণের বর্ণাঢ়্য চিত্রকল্পের অতলান্ত মন্থনে ঘামে হৃদয় প্রদেশ
বরষা তুমি বিরহ শেষে অজানা প্রিয়ার অশ্রুশোভিত চোখ।

দ্বীপ সরকার
বৃষ্টি দিন

চড়ুইটা ডিমে তা দিতে পারেনি বলে
তার অনেক অভিযোগ.. ছিদ্র দিয়ে বৃষ্টির ছোপ ঢোকে
ঢুকে পড়ে জলকেলিদের ইশারাও
মূলতঃ চড়ুইটার ওম এখন বৃষ্টিরা চুষে খায়।
এমন অভিযোগ আমরাও... টিনের ছিদ্র দিয়ে বৃষ্টিরা চোখ মারে
আমিও মারি -আর তখনি প্রেম এসে কুলুকুলু করে নেচে ওঠে বারান্দায়
আমি ধাক্কা খাই তার নরম শরীরের সাথে
আহ! বৃষ্টিদের শরীরে কি মাংসপিন্ড কিচ্ছুটি নেই?
আমার শরমহাতে বৃষ্টি ছুঁই
আমার শরমচোখে বৃষ্টি দেখি
অতঃপর আমি ও বৃষ্টি প্রেমে পড়ি...

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন