সাভার থানা যুবলীগের সভাপতি সেলিম মন্ডলের বিরুদ্ধে নিজের ২য় স্ত্রীকে আগুন দিয়ে হত্যার পর লাশ গুম করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তার ভাই বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জুয়েল মন্ডলকে অস্ত্রসহ আটক করেছে। গত রোববার সন্ধ্যার পর সাভারের বিরুলিয়া এলাকার সামাইর গ্রামের স্থানীয় একটি সড়ক থেকে তাকে আটক করা হয়।
এর আগে গত ৩ আগস্ট মানিকগঞ্জের সিংগাইর এলাকার বায়রা ইউনিয়নের স্বরুপপুর গ্রামের একটি কলাবাগান থেকে সেলিম মন্ডলের স্ত্রীর আগুনে পোড়া লাশ উদ্ধার করে পুলিশ।
গত রোববার নিহতের পরিবার ওই তরুনীর লাশ সনাক্ত করেন। নিহত তরুনীর নাম আয়েশা আক্তার বকুল (২৫) সে সাভার থানা যুবলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডলের স্ত্রী এবং বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামের সোরহাব হোসেনের মেয়ে।
সিঙ্গাইর থানার ওসি খন্দকার ইমাম হোসেন, নিহতের স্বজনরা থানায় এসে ছবি দেখে লাশটি সনাক্ত করেন। তাদের দেয়া অভিযোগের ভিত্তিত্বে সাভারের বিরুলিয়ার সামাইর এলাকায় অভিযান চালালে সেলিম মন্ডলের ছোট ভাই বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জুয়েল মন্ডল পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন তাকে ধরে তার কাছ থেকে একটি বৈধ শর্টগান উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে সিঙ্গাইর থানায় আনা হয়েছে।
সিঙ্গাইর থানার ওসি খন্দকার ইমাম হোসেন আরও বলেন, উদ্ধারকৃত লাশ ছবি দেখে সনাক্ত করেছেন তার পরিবার। এরই সুত্র ধরে সাভারের বিরুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তবে লাশটি বিকৃত হয়েগেছে। তাই ডিএনএ পরীক্ষার পর বিষয়টি আরো স্পষ্ট হওয়া যাবে।
সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির বলেন, যুবলীগ নেতার ভাই জুয়েল মন্ডলকে সিঙ্গাইর থাানা পুলিশ আটক করেছে। এছাড়া কয়েকদিন আগে সেলিম মন্ডল স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনা উল্লেখ করে সাভার মডেল থানায় একটি সাধারন ডাইরীও করেন।
এবিষয়ে জানতে সাভার থানা যুবলীগের সভাপতি সেলিম মন্ডলের মুঠফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন