শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দুপচাঁচিয়ায় অবৈধ যানবাহন আটক

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বগুড়া-নওগাঁ সড়কে দুপচাঁচিয়া উপজেলায় যানজট নিরসন সহ সড়ক দুর্ঘটনা বন্ধের অবৈধ সিএনজি চালিত অটোরিক্সা, ভ্যান, ভটভটি বন্ধের অভিযান চালিয়ে গত ৩০ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে ১৩ টি যানবাহন আটক করা হয়েছে।
জানা গেছে, এ দিন বিকেলে থানার এসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া অবৈধ যানবাহন আটকের অভিযানে নামেন। এ সময় পুলিশ ৪ টি ভটভটি, ৪ টি সিএনজি, একটি বেবি ট্রাক্সি, একটি অটো চার্জার সহ ৩ টি মোটরসাইকেল আটক করে। মোট যানবাহন আটকের সংখ্যা ১৩ টি। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহিদুল ইসলাম অবৈধ ১৩ টি যানবাহন আটকের বিষয়টি নিশ্চিত করে “দৈনিক ইনকিলাব” কে জানান, এদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা হয়েছে। অবৈধ এই সব যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দুপচাঁচিয়ায় গৃহবধূর আত্মহত্যা
দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামে গতকাল শুক্রবার সকালে গলায় ফাঁস দিয়ে রাবেয়া খাতুন পলি (১৯) নামের এক সদ্য বিবাহিত গৃহবধু আত্মহত্যা করেছে।
জানা গেছে, উপজেলার চামরুল ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের স্বপন মিয়ার স্ত্রী রাবেয়া খাতুন পলি (১৯) ঘটনার দিন গতকাল শু৩১ আগষ্ট ক্রবার সকালে নিজ শয়ন কক্ষের তীরের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বাড়ির লোকজন টের পেয়ে তাকে ঝুলন্ত মৃত অবস্থায় উদ্ধার করে। স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী গলায় ফাঁস দিয়ে সদ্য বিবাহিতা গৃহবধু রাবেয়া খাতুন পলি আত্মহত্যার বিষয়টি “দৈনিক ইনকিলাব” কে নিশ্চিত করেছেন। তবে তার আত্মহত্যার কারন জানা যায় নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন