ভাদ্র শেষে শরতের মাঝামাঝিতে হঠাৎ সক্রিয় বর্ষারোহী মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল (শনিবার) দুপুরে চট্টগ্রামে বজ্রসহ অঝোর ধারায় বৃষ্টি নামে। এ সময় হিমেল দমকা হাওয়া বয়ে যায়। হঠাৎ বৃষ্টিতে পথচারী, শিক্ষার্থীসহ কর্মমুখী মানুষজন বৃষ্টিতে ভিজে নাকাল হয়েছেন। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, গতকাল বৃষ্টিপাতের পরিমান ছিল ১১ দশমিক ৬ মিমি।
মাত্র ঘণ্টা খানেকের বর্ষণে বন্দরনগরীর চকবাজার, মুরাদপুর, কাপাসগোলা, বাদুরতলা, কাতালগঞ্জ, শোলকবহর, বহদ্দারহাট, আগ্রাবাদ, চান্দগাঁও, খাতুনগঞ্জ, রেয়াজুদ্দিন বাজারসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। অনেক জায়গায় সড়কে কাদা-পানি জমে যায়। সড়কে যানবাহন কমে গিয়ে যাত্রীদের পড়তে হয় দুর্ভোগে। তবে ক্ষণিকের বৃষ্টিতে ভ্যাপসা গরম কেটে গেছে। ফিরেছে স্বস্তি। এদিকে আজ রোববারও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন