সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি বিভিন্ন ভাতা পেতে তালিকা ভুক্ত হওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। পৌরসভার মেয়রের নামে করা হচ্ছে এই মাইকিং। এতে বলা হয় পৌর সভার নয়টি ওয়ার্ডের বয়ষ্ক, বিধাব/স্বামী পরিত্যক্ত ও প্রতিবন্দি ব্যক্তিদের ভাতা প্রদানের জন্য তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করার অনুরোধ জানানো যাচ্ছে। পৌরসভার দুই নং ওয়ার্র্ডের ধানগড়ার পশ্চিম পাড়ার বাসীন্দা মিজানুর রহমান বলেন, আগে সরকারি ভাতার কাট পাওয়ার জন্য মেম¦ার,চেয়ারম্যান-এর পিছনে ঘুরতে হতো। এখুন মাইকিং করা হচ্ছে আবেদন করার জন্য। পৌর মেয়র আব্দুলাহ আল-পাঠান বলেন স¦চ্ছপ্রক্রিয়ায় তালিকা করতে সরকারি এসব ভাতা পাওয়ার উপযুক্ত ব্যক্তিদের আবেদন চাওয়া হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমিরুল আলম বলেন, সামাজিক সুরক্ষায় এসব ভাতা আগ্রহী অপেক্ষামান তালিকা তৈরি করা হচ্ছে। বরাদ্দ পেলে ভাতা দেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন