ঢাকার কেরানীগঞ্জে ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭০টি সহকারী শিক্ষকের পদ দীর্ঘ চার বছর ধরে শূন্য অবস্থায় পড়ে আছে। এতে বিদ্যালয়গুলোতে কোমলমতি ছাত্রছাত্রীদের লেখাপড়ায় চরম ব্যাঘাত ঘটছে। ৯৯টি শূন্যপদের মধ্যে ইতোমধ্যে ২৯ জনের নিয়োগ দেয়া হয়েছে। তবে নিয়োগ পাওয়া এই ২৯ জনের মধ্যে মাত্র ছয়জন বিভিন্ন বিদ্যালয়ে যোগদান করেছেন। বাকি ১৩ জন কবে যোগদান করবেন সে বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিস এই মুহূর্তে সঠিকভাবে কিছুই বলতে পারেননি।
কেরানীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় শিক্ষা অফিস সূত্রে জানা যায়, তারানগর ইউনিয়নে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালযে একটি, রোহিতপুর ইউনিয়নে নতুন সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, রোহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, ধর্মশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, লাকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি শূন্য পদ রয়েছে। কলাতিয়া ইউনিয়নে বেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, খাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, নতুন খাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, নয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, নীলটেক সরকারি প্রাথমিক বিদ্যলয়ে তিনটি, চামারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি, চরচামারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শূন্য পদ রয়েছে। শাক্তা ইউনিয়নে কোনাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, শাক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শূন্য পদ রয়েছে। কালিন্দী ইউনিয়নে পটকাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শূন্য পদ রয়েছে। জিনজিরা ইউনিয়নে গোলজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, ইমামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শূন্য পদ রয়েছে।
বাস্তা ইউনিয়নে বাঘাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, মুচিয়াশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, চরকুন্দলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি, রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শূন্য পদ রয়েছে। তেঘরিয়া ইউনিয়নে আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, পশ্চিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, পাইনা খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি শূন্য পদ রয়েছে। কোন্ডা ইউনিয়নে বাক্তারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, উত্তর পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, দক্ষিণ পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, কোন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি, দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, আড়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, কাওটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, ঘোষকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, জাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শূন্য পদ রয়েছে। হযরতপুর ইউনিয়নে মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি, কানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি, হযরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারটি, বাটারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, লংকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শূন্য পদ রয়েছে। শুভাঢ্যা ইউনিয়নে পারগেন্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, চরমীরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ও কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শূন্য পদ রয়েছে। এব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা বলেন, মামলা জটিলতার কারণে সারা দেশেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ বন্ধ ছিল। এখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পর্যায়ক্রমে শিক্ষক নিয়োগ দিচ্ছেন। তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন