শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কালোবাজারি আর অনিয়মই যেন নিয়ম

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

মিডিয়া গেট দিয়ে শুধু সাংবাদিকদের ঢোকার কথা। কিন্তু সেই গেট দিয়ে সাধারণ দর্শকদের ঢুকতে দেখা গেছে। আইনশৃংখলা বাহিনীর সামনে দিয়েই এই ঘটনা ঘটলেও তারা ছিলেন নির্বিকার। গেট কমিটির লোকজনও ছিলেন উপস্থিত। তারাও এ ব্যাপারে নিরবতাই পালন করেন। অভিযোগ রয়েছে, মিডিয়া গেট দিয়ে যেসব দর্শককে ঢোকানো হয়েছে, তাদের টিকিট ছিল না। তারা নগদ টাকার বিনিময়ে মিডিয়া গেট দিয়ে গ্যালারিতে যাওয়ার সুযোগ পান। এদিকে, গতকালের ম্যাচেও চট্টগ্রাম ভেন্যুর প্রধান গেটের অদূরে টিকিট কালোবাজারিদের তৎপরতা দেখা গেছে। তবে কালোবাজারিতে টিকিটের দাম উঠা নামা করেছে শেয়ার বাজারের দরপতনের মতোই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন