রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

৫৯ রানে ইনিংস ঘোষণা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বিরুপ আবহাওয়ার কারণে বাধাগ্রস্থ হয়েছে জাতীয় ক্রিকেট লিগের খেলা। পঞ্চম রাউন্ডের খেলায় গতকাল প্রথম দিনে একটি বলও মাঠে গড়ায়নি বরিশাল ও কক্সবাজারে। তবে রংপুর ও বগুড়ায় পুরো দিনের খেলাই সম্পন্ন হয়েছে।

প্রথম দিনেই ১০৯ রানে পিছিয়ে পড়েছে মার্শাল আয়ুব-মোহাম্মদ আশরাফুলের ঢাকা মেট্রো। ঢাকা বিভাগের বিপক্ষে টস হেরে ব্যাটে নেমে মাত্র ৫৯ রানেই ইনিংস ঘোষণা করে মেট্রো। জবাবে ৩ উইকেটে ১৬৭ রান তুলে দিন শেষ করে ঢাকা। ৮৬ রান করে আউট হন রনি তালুকদার, ৪৯ রানে সাইফ হাসান। ওপেনার রনি ও রফিকুল হাসানের উইকেট দুটি নেন কাজি অনিক। এর আগে লাঞ্চের আগেই পাঁচ উইকেট হারানো মেট্রো অল-আউট না হওয়ার প্রশ্নে ৫৯ রানেরই ইনিংস ঘোষণা করে। টানা তৃতীয় ইনিংসে ১৪ রানে আউট হন আশরাফুল। ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানও এটি। দারুণ বোলিংয়ে ১২ ওভারে ৬ মেডেনসহ ১৫ রানে ৪ উইকেট নেন সালাউদ্দিন শাকিল। তিন উইকেট নেন সুমন খান।

রংপুরে প্রথম স্তরের ম্যাচে রাজশাহীর বিপক্ষে সাবধানী ব্যাটিংয়ে ৫ উইকেটে ২৩০ রান তুলে দিন শেষ করে স্বাগতিকরা। সর্বোচ্চ ৭৯ রান করেন ওপেনার রাকিন আহমেদ। ধীমান ঘোষকে (১৩*) নিয়ে ৬৩ রানে অপরাজিত আছেন নাঈম ইসলাম। রাজশাহীর হয়ে ৪১ রানে তিন উইকেট নেন সানজামুল ইসলাম।

এছাড়া বিরুপ আবহাওয়ার কারণে মাঠে গড়ায়নি কক্সবাজারে চট্টগ্রাম-সিলেটের মধ্যকার দ্বিতীয় স্তরের এবং বরিশালে স্বাগতিকদের বিপক্ষে খুলনার প্রথম স্তররের ম্যাচ দুটি।

সংক্ষিপ্ত স্কোর
রংপুর-রাজশাহী, ১ম স্তর (রংপুর)
রুপুর ১ম ইনিংস : ৮৯ ওভারে ২৩০/৫ (অনি ১৩, রাকিন ৭৯, মাহমুদুল ৩৬, নাঈম ৬৩*, শুভ ১০, তানবির ৬, ধীমান ১৩*; দেলোয়ার ১/৩৭, রেজা ০/৬৭, মুক্তার ০/৩১, শফিকুল ১/৪৬, সানজামুল ৩/৪১)।
ঢাকা-ঢাকা মেট্রো, বগুড়া (২য় স্তর)
ঢাকা মেট্রো ১ম ইনিংস : ২৯.৩ ওভারে ৫৯ (সাদমান ১, নাইম ৯, সামসুর ১১, মার্শাল ০, আশরাফুল ১৪, সৈকত ১০, জাবিদ ৬, অনিক ০*, আরাফাত ১; সালাউদ্দিন ৪/১৫, সুমন ৩/৩২, মোশাররফ ১/৫)।
ঢাকা ১ম ইনিংস : ৫৩ ওভারে ১৬৭/৩ (রনি ৮৬, রাকিবুল ৯, সাইফ ৪৯, শুভাগত ৯*, তাইবুর ৪*; অনিক ২/২৭, শাহিদুল ০/৩২, সানি ১/৫৫, আসিফ ০/১২, সৈকত ০/৯, আশরাফুল ০/২২)।
*এছাড়া বিরুপ আবহাওয়ার কারণে কক্সবাজারে চট্টগ্রাম-সিলেটের মধ্যকার দ্বিতীয় স্তরের ম্যাচ এবং বরিশালে স্বাগতিকদের বিপক্ষে খুলনার ম্যাচ দুটির প্রথম দিন মাঠে গড়ায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন