শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

অলৌকিক কিছুর আশায় তাসকিন

ভেজা মাঠের চোটে অনুশীলনই করতে পারেননি লিটন!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

অস্ট্রেলিয়ায় বিদায়ের করুণ সুর। দেখতে দেখতে শেষের খুব কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। গ্রুপ পর্বের সব দলের বাকি আর মাত্র একটি করে ম্যাচ। তবে রোমাঞ্চ এখনও বাকি। এখনো যে নিশ্চিত হয়নি বাংলাদেশের দুই নম্বর গ্রুপ থেকে কোন দুটি দল উঠবে সেমিফাইনালের মঞ্চে। নেদারল্যান্ডসকে বাদ দিলে বাকি পাঁচ দলই আছে সেমির সমীকরণে। তবে নিজেদের উপর কাজটা থাকায় অনেকটা এগিয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ৬ নভেম্বর গ্রুপের শেষ তিন ম্যাচের ফলের হিসাব নিকেশের উপর নির্ভর করছে সবটা। অ্যাডিলেড ওভালে ভারতের কাছে হারের পর বাংলাদেশ দলেরও সেমিফাইনালে ওঠার আশা আর নিজেদের হাতে নেই। আগামীকাল এই ওভালেই শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কোনো দলের হারের প্রার্থনাও করতে হবে সাকিব আল হাসানদের।
অ্যাডিলেড ওভালের ঠিক পাশে কারেন রোল্টন ওভাল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ মাঠেই প্রস্তুতি ক্যাম্প করার কথা ছিল বাংলাদেশ দলের। সেটি শেষ পর্যন্ত না হলেও গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে অনুশীলনে এসে ছবির মতো সুন্দর মাঠটি দেখা হয়ে গেল সাকিবদের। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ২-এর পয়েন্ট তালিকার চারে বাংলাদেশ (-১.২৭৬)। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও বাংলাদেশের চেয়ে সামগ্রিক রানরেটে এগিয়ে থাকায় তিনে পাকিস্তান (১.১১৭)। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা (১.৪৪১)। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষ দল ভারত (০.৭৩০)। ছয় দলের এ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার সমীকরণ এই চার দলের মধ্যেই ঘুরপাক খাচ্ছে।
ভারতের শেষ ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবুয়ে আর দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। এ দুটি ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকাই ফেবারিট। বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কতটুকু- এ প্রশ্নের উত্তরে তাসকিন আহমেদকে তাই মনে করিয়ে দিতে হলো, ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। গতকাল অনুশীলনের ফাঁকে এই পেসার বলেলেন, ‘এই গ্রুপের বেশির ভাগ ম্যাচই কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, এখনো কিন্তু যেকোনো কিছু হতে পারে। অলৌকিক কিছুও হয়ে যেতে পারে।’ সেই অলৌকিক কিছু হওয়ার পথটা প্রশস্ত করতে চাইলে সবার আগে শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে, তাসকিন সে লক্ষ্যই জানালেন, ‘শেষ ম্যাচে একই স্পিরিট নিয়ে নামব। ভালো খেলে জিততে চাইব, যদি ম্যাচ জিততে পারি, তখন দেখা যাবে কী হিসাব-নিকাশ হয়। আসল লক্ষ্য পরের ম্যাচটা জেতা।’
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে চার ম্যাচে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন তাসকিন। বাংলাদেশের দুই জয়েই তিনি ম্যান অব দ্য ম্যাচ। কেবল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই তার ভালো কাটেনি। সেটিতেও প্রথম ওভারে উইকেটের দেখা পেয়েছিলেন। যে ম্যাচে উইকেট পাননি, সেরা বোলিং করেছেন সম্ভবত ভারতের বিপক্ষে সেই ম্যাচেই। ৪ ওভারের টানা স্পেলে রান দেন মাত্র ১৫। লেকেশ রাহুল, বিরাট কোহলির মতো ব্যাটসম্যানদের পরীক্ষা নিয়ে ছাড়েন। ক্যাচ না পড়লে রোহিত শর্মার উইকেটও পেতেন। প্রতিপক্ষের ইনিংসের শুরুতে উইকেটও এনে দিচ্ছেন বাংলাদেশ দলকে। নতুন বলে প্রত্যাশা মেটাচ্ছেন তাসকিন ও হাসান মাহমুদ। চার ম্যাচে এ পর্যন্ত ৬ উইকেট নেওয়া হাসানের প্রশংসা করে তাসকিন বলেছেন, ‘হাসান মাহমুদ আমার অনেক পছন্দের বোলার। সে বাংলাদেশের জন্য অনেক বড় সম্ভাবনা। হাসান, শরীফুল, ফিজ কিংবা আমি- বোলিংয়ে আমাদের সবার মধ্যেই উন্নতির খিদে আছে এবং আমরা একজন আরেকজনকে সমর্থন করি। এটা খুব ভালো দিক। দেখবেন, আল্লাহ যদি সুস্থ রাখে, ও (হাসান) অনেক বড় কিছু হবে বিশ্বের।’
একটি জায়গায় এখনও পর্যন্ত তিনি আসরের সব বোলারের ওপরে। ৪ ম্যাচে ১৫ ওভার বল করেছেন তিনি, ৫৪ বলেই কোনো রান দেননি। আসরের মূল পর্বে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ডট বল করেছেন তিনিই। তাসকিনের উন্নতির সবচেয়ে বড় প্রমাণ আসলে এই পরিসংখ্যান, যেখানে ফুটে উঠছে তার নিয়ন্ত্রণ ও ধারাবাহিকতা। তার পারফরম্যান্সে যেমন, তেমনি তার কথায়ও পরিষ্কার, এখন তিনি কতটা পরিণত, ‘প্রত্যেকটি ম্যাচে আমি আমার শক্তির জায়গায় ফোকাস করছি। সবাই (সব বোলার) ভালো ব্যাটসম্যানের বিপরীতে বোলিং করছে। আমি নিজের শক্তির জায়গায় আস্থা রাখছি। আমি বিশ্বাস করি, আমার সামর্থ্য আছে যে কোনো ব্যাটসম্যানের সামনে ভালো কিছু বোলিং করার। বেশি কিছু চিন্তা না করে প্রক্রিয়া ধরে এগোচ্ছি, উইকেটের আচরণ কেমন, তখনকার পরিস্থিতি ঠিকঠাক পড়ে সেভাবে বল করার চেষ্টা করছি।’ নিজের আত্মবিশ্বাসী বোলিংয়ের পরও শেষ ম্যাচে পাকিস্তানকে দল হিসেবে এগিয়ে রাখছেন তাসকিন, ‘ওরা আমাদের থেকে এগিয়ে আছে দলগতভাবে। এটা সবাই জানে, পাকিস্তান ভালো দল আমাদের থেকে। কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে উন্নতি করা। আগেও বললাম, আমরা এখনো ভালো দল হয়ে যাইনি, কিন্তু হব ইনশাআল্লাহ।’
সেই ঘাটতিটা আরো মোটা দাগে দেখা দিতে পারে লিটন দাসকে না পেলে। না পাওয়ার কথা আসছে, কেননা ভারত ম্যাচে রান নিতে গিয়ে ভেজা ঘাসে পা পিছলে পড়ে গিয়েছিলেন বাংলাদেশ ওপেনার। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তখনই। সমস্যা গুরুতর না হওয়ায় অবশ্য পরেও ব্যাটিং করেছেন লিটন। বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ অনুশীলন হলেও তাতে ছিলেন না লিটন। তবে দল সূত্রে জানা গেছে, লিটন পরে চোটের জায়গায় ব্যথা অনুভব করেছেন। সে জন্যই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এদিন অনুশীলনে না এসে হোটেলে বিশ্রাম নিয়েছেন। তবে প্রাথমিক পর্যবেক্ষণে তার সমস্যা গুরুতর কিছু মনে হয়নি। দলের সঙ্গে থাকা বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, লিটনের সমস্যাটাকে ‘ইনজুরি’ বলা যাবে না, ‘এটাকে ঠিক ইনজুরি বলা যাবে না। ও হ্যামস্ট্রিংয়ে একটু ব্যথা অনুভব করছে। হাঁটাচলায় সমস্যা হচ্ছে না। আশা করি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই ঠিক হয়ে যাবে।’
অ্যাডিলেড ওভালে পরশু বাংলাদেশ দল পাকিস্তানের মুখোমুখি হবে। তার আগে আজ এখানেই হবে দলের ঐচ্ছিক অনুশীলন। ভালো বোধ করলে লিটনও হয়তো অনুশীলন করবেন। তার আগে অবশ্য আরেকবার তার হ্যামস্ট্রিংয়ের অবস্থা পর্যবেক্ষণ করা হবে।


পয়েন্ট টেবিল
গ্রুপ ১ ম্যাচ জয় হার পরি. পয়েন্ট নে.রা.রে
ভারত ৪ ৩ ১ ০ ৬ ০.৭৩০
দ.আফ্রিকা ৪ ২ ১ ১ ৫ ১.৪৪১
পাকিস্তান ৪ ২ ২ ০ ৪ ১.১১৭
বাংলাদেশ ৪ ২ ২ ০ ৪ -১.২৭৬
জিম্বাবুয়ে ৪ ১ ২ ১ ৩ -০.৩১৩
নেদারল্যান্ডস ৪ ১ ৩ ০ ২ -১.২৩৩

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন