শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রাজধানীতে মোবাাইল-ল্যাপটপ ছিনতাইসহ টানা চক্রের সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৯টি মোবাইল ফোন ও ৬৬টি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রোনিকস ডিভাইস উদ্ধার করা হয়। গত কয়েকদিন ধরে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানা সূত্র জানায়, ছিনতাইয়ের অভিযোগের সূত্র রাকিবুল নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৯টি মোবাইল ফোন ও ৬৬টি ল্যাপটপসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস বলেন, ছিনতাইকারী চক্রের সাথে বিভিন্ন মার্কেটের দোকানীদের সাথে চুক্তি রয়েয়ে। এসব চক্র ছিনতাইকৃত পণ্য তাদের দোকানে বিক্রি করে থাকে। তিনি বলেন, ছিনতাকারী চক্রের গ্রেফতার সাতজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। গতকাল তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন