শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বরগুনা-১ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি?

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

বরগুনা-০১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) বরগুনা-০১ আসনে আ. লীগের মনোনয়ন নিয়ে চলছে নানা গুঞ্জন। সকালে একজন মনোনয়ন পাচ্ছেন; তো বিকালে আরেকজন। চায়ের দোকান থেকে শুরু করে গ্রাম-গঞ্জে, হাট-বাজারে, দোকান-পাটে চলছে এ সংক্রান্ত আলোচনা সমালোচনা। শেষ পর্যন্ত কে থাকবেন নৌকার মাঝি তা নিয়ে চলছে আলোচনা।

গত রোববার মনোনয়নপত্র বাছাইয়ের পর মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবির। এ আসনে বর্তমানে নৌকার কাÐারি এ দুইজন। আগামীকাল ৮ ডিসেম্বর শেষ পর্যন্ত কে চূড়ান্তভাবে নৌকার মাঝি হবেন তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। দুই পক্ষর সমর্থকরা সকাল-সন্ধ্যা বিভিন্ন বার্তা প্রচার করছে। উভয়ই পক্ষই দাবি করেছেন তারা মনোনয়ন পাবেন। এতে করে ভোটাররা বিভ্রান্ত হলেও শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত। শেষ পর্যন্ত কে নৌকা প্রতীক পাবেন সেটাই এখন দেখার বিষয়?

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন