পটিয়া থানা পুলিশ কর্তৃক এক নিরীহ পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মহিলাদের পুলিশী নির্যাতনের অভিযোগে থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ্, এসআই সৈয়দ মোশাররফ হোসেনসহ ১১ জনের বিরুদ্ধে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জে প্রতিকার চেয়ে আবেদন করেছে ভুক্তভোগী আবুল বশর। গত বুধবার পটিয়া উপজেলার উত্তর শ্রীমাই বদলা পাড়া গ্রামের প্রায় ৭০ বছরের বৃদ্ধ আবুল বশর এ অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি জানান, তার বাড়ির সামনে ক্রয় করা জায়গার উপর অবস্থিত ও তার ভোগ দখলী একটি রেইন্ট্রি গাছের পাশে ধানের তুষ পোড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ মৃত টুনু মিয়ার পুত্র ওসমান গনী গত ২৬ নভেম্বর থানায় একটি অভিযোগ করে। উক্ত দিন দুপুর ১২টায় পটিয়া থানার এসআই সৈয়দ মোশাররফ অভিযোগের তদন্তে এসে আবুল বশরকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে পুলিশ মহিলাদের গালিগালাজ করে চলে যায়। ২৬ নভেম্বর ওসমান গনী থেকে এজাহার নিয়ে থানায় একটি মামলা রেকর্ড করেন। মামলায় আবুল বশরের পুত্র আকতার হোসেনকে ১নং আসামী করা হলেও সে ২৫ নভেম্বর চিকিৎসার জন্য ভারতে ছিলেন ৩নং আসামী জসিম উদ্দিন লক্ষীপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে চাকরিরত রয়েছে। এ ছাড়া উক্ত মামলায় অন্ত:স্বত্বা মহিলা, বৃদ্ধ মহিলা ও ২ মাসের শিশুর জননীকে আসামী করা হয়। এরপর তিন দিন ধরে আবুল বশরের ঘরে গিয়ে পুলিশ অভিযানের নামে মহিলাদের উপর বিভিন্নভাবে নির্যাতন চালায়। পুলিশের এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও দায়ী পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন