শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ময়মনসিংহে ৮ অপহরনকারী গ্রেফতার, নারীসহ উদ্ধার ২

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ৬:৩১ পিএম

ময়মনসিংহে অপহরন চক্রের ৮ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪। এ সময় এক নারীসহ দুই ভিকটিমকে উদ্ধার করে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪’র কোম্পানী কমন্ডার মেজর শিবলী সাদি এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাতে ত্রিশাল উপজেলার বাসষ্ট্যান্ড সংলগ্ন সড়ক জনপদের পরিত্যক্ত একটি টিনসেড ঘর থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হল- চুয়াডাঙ্গা দামুরহুদা উপজেলার উজিরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম রাকিব(২৬) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চাইরাবাদ গ্রামের আক্কাছ আলীর মেয়ে মিনা খাতুন(৩০)। অপহৃত দু’জনেই ভালুকা উপজেলার গার্মেন্টস শ্রমিক।
মেজর শিবলী সাদি আরো জানান, এ সময় ঘটনাস্থল থেকে অপহরণ চক্রের মূলহোতাসহ ৮ সদস্যকে আটক করা হয়েছে। তারা হলেন- শহিদুল আলম(৩০), মোজাম্মেল হক(২৫), বাবু(২৩), শুভ মিয়া(৪০), খলিল(২৬), নুর মোহাম্মদ (২০), মিজানুর রহমান(২৫) ও রুবেল মিয়া(২৭)।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা অপহরণ চক্রের সাথে পেশাগত ভাবে জড়িত। এ ঘটনায় ত্রিশাল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন