শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বরিশালে সময় টিভি’র প্রতিনিধিকে অপহরনের চেষ্টা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ৭:৫১ পিএম

‘সময় টেলিভিশন’র বরিশাল প্রতিনিধি অপূর্ব অপু’কে রোববার বিকেলে কয়েকজন দুর্বৃত্ত অপহরন করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। অপু সাংবাদিকদের জানায়, সে নগরীর বগুড়া রোডে বাংলাদেশ ব্যাংকের ডরমেটরি হিসাবে ব্যবহৃত ‘ধূপছায়া’ ও নবনির্মিত ‘মুমীতু ভবন’র পাশ দিয়ে হেঁটে কালিবাড়ি রোডে তার অফিসে যবার পথে একটি গাড়ির পাশে দাঁড়ানো ৩/৪ জন যুবক তাকে টেনে হিঁচড়ে গাড়িটিতে ওঠানোর চেষ্টা করে। কিন্তু তিনি কৌশলে দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হন। অপু ঘটনাটি পুলিশকে অবহিত করেছেন বরে জানিয়েছেন।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মঞ্জুর হোসেন সাংবাদিকদের জানান, খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থলে যেয়ে বিভিন্ন বাড়ি ও সড়কের সিসিটিভি’র ক্যামেরা দেখে চারজনকে শনাক্ত করে ইতোমধ্যে তিন জনকে আটকের পরে জিজ্ঞাসাবাদ করছে। ২৯.৫.২০২২।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন