ঢাকার সাভারের আশুলিয়া থেকে অপহরনের তিনদিন পর আবুল হোসেন নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই অপহরনকারীকে আটক করা হয়।
রোববার দিবাগত রাতে তাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের আটক ও অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলো- মাসুম (২৭) ও আমির হোসেন (২৮)।
অপহৃত ব্যবসায়ী আবুল হোসেন (৪০) গাজীপুর জেলার কাশিমপুর থানার তেতুইবাড়ি এলাকার বাসিন্দা। তিনি গার্মেন্টস ব্যবাসার সঙ্গে জড়িত রয়েছেন।
ব্যবসায়ীর স্ত্রী রুবিনা আক্তার জানান, শুক্রবার বিকালে আশুলিয়া বাজার এলাকা থেকে কয়েকজন অপহরনকারী আবুল হোসেনকে তুলে নিয়ে যায়। পরে মুঠোফোনে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবী করে। পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে অবহিত করেন তিনি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, তথ্যপ্রযুক্তি মাধ্যমে অপহরনকারীদের অবস্থান নিশ্চিত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তখন আটক করা হয়েছে দুই অহরনকারীকে। ওসি বলেন, এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় আবুল হোসেনের স্ত্রী রুবিনা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন