শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জনসচেতনতায় তিশা ও চঞ্চল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

স¤প্রতি তিশা ও চঞ্চল মাসিকস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণায় অংশ নিয়েছেন। টিভি, পত্রিকা ও ফেসবুকের কল্যাণে তাদের বিজ্ঞাপনের বিষয়বস্তু এখন মানুষের মুখে মুখে। বিজ্ঞাপনগুলো প্রচারের মূল উদ্দেশ্য হলো- মাসিক একটি স্বাভাবিক ও প্রাকৃতিক বিষয় এবং এ বিষয়ে অযথা সংকোচ বা কুসংস্কারের বিপরীতে যথাযথ সচেতনতা ও সঠিক স্বাস্থ্যব্যবস্থাপনা খুব জরুরি। মাসিক বিষয়ে অসেচতনতা ও ভ্রান্ত ধারণার কারণে আমাদের দেশের অসংখ্য মেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। এছাড়া পর্যাপ্ত মাসিকবান্ধব টয়লেট ও যথাযথ স্বাস্থ্যব্যবস্থাপনার অভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রেও অসংখ্য মেয়ে অনুপস্থিত থাকে। যার ফলে দেশের শিক্ষা ও প্রবৃদ্ধির উপরেও এর নেতিবাচক প্রভাব পড়ে। তিশা ও চঞ্চলের সাথে যোগাযোগ করে জানা যায়, তারা সানন্দে এই ধরনের জনসচেতনতামূলক কাজে অংশ নিয়েছেন। দুজনেই মনে করেন, এসব সংবেদনশীল বিষয়ে গণসচেতনতা তৈরি করা আমাদের সবারই দায়িত্ব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন