শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাহিত্য

নাকের ডগায় একুশের বইমেলা

ফাহিম ফিরোজ | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

একে বারে নাকের ডগায় একুশের বইমেলা। রক্তের মাস, ভাষার মাসে এমেলার উত্থান।বাংলা একাডেমি চত্বরে থেকে এর শিখড় ছড়াবে সোহরাওয়ার্দী উদ্যান অবদি। 

অন্য সব বারের মত এবারও মেলায় বিপুল সংখ্যক স্টল, সেই সাথে আশঙ্কাও থাকবে অনলাইনের থাবা নিয়ে। কারণ মানুষ এখন বই বিমুখতায় আচ্ছন্ন। তার পরও বই বিক্রি হবে।
লেখক-প্রকাশক-পাঠক সমন্বয়ে মেলা পাখা বিস্তার করবে। মেলা উষ্ণ থাকবে শিশু-কিশের -যুবা-প্রবীণের মেল বন্ধনে।
এখন শিল্পী আঁকছে নতুন বইয়ের শাড়ি, ছাপা খানায় চলছে শব্দের মিছিল, চলছে প্রকাশ ও লেখকের হাক ডাক! নিরাপত্তা বলয় থাকবে রিংয়ের মত। খাবার বিপনী গুলোর বাড়তি উত্তাও তো থাকবেই। জমবে রক্তের মেলা, ভাষার মেলা এবার। তবে এখন আর হুমায়ুন আহমেদ নেই। তার বিকল্পও নেই। তার পুরনো বই কিনেই পাঠকরা দুধের স্বাদ ঘোলে মিটাবে আর কি!

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন