জুয়া খেলাকে কেন্দ্র করে আশুলিয়ায় ছুরিকাঘাতে জহরুল ইসলাম (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জহরুল ইসলাম ধামরাইয়ের কেলিয়া গ্রামের আবদুল মালেকের ছেলে। তিনি আশুলিয়ায় দিনমজুরের কাজ করতেন।
পুলিশ জানায়, শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় আশুলিয়ার পলাশবাড়ির সিদ্দিকীর বাড়িতে জুয়া খেলার সময় ১০০ টাকা নিয়ে রেজাউল ওরফে রেজার (১৮) সঙ্গে জহরুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রেজা জহরুলের তলপেটে ছুরিকাঘাত করেন। এতে জহরুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে জহরুল মারা যান।
নিহতের বাবা মালেক জানান, আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আছাদ মিয়া জানান, এ ঘটনার পর থেকে রেজাউল পলাতক রয়েছেন। নিহতের বাবা মালেক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন