শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গাইবান্ধা-৩ আসনে আ.লীগ প্রার্থী বিপুল ভোটে জয়ী

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগ প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন। ১৩২টি কেন্দ্রে চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী ডা. মো. ইউনুস আলী সরকার পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট। তার নিকটতম জাতীয় পার্টির দিলারা খন্দকার পেয়েছেন ২৪ হাজার ৩৮৫ ভোট। এছাড়া জাসদের এস এম খাদেমুল ইসলাম খুদি ১১ হাজার ৬৩০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু ৫৪৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ পেয়েছেন ১ হাজার ৪৮ ভোট। 

নির্বাচন কারচুপির অভিযোগ এনে দুপুরে জাসদের প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি ভোট বর্জনের ঘোষণা দেন। এ ব্যাপারে জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ মোনা বলেন, ভোট বর্জনের বিষয়টি প্রার্থীর ব্যক্তিগত। এটা দলের কোন সিদ্ধান্ত নয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন