নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ডভ্যানচাপায় মঞ্জুর মাজেদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লার ভুঁইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জুর মাজেদ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার খোদাইবাড়ি গ্রামের আবদুল মজিদের ছেলে। মাজেদ আশা সমিতির নারায়ণগঞ্জ নবীগঞ্জ অঞ্চল ম্যানেজার পদে চাকরি করতেন।
ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, সকাল সাড়ে ৭টায় ঢাকাগামী মোটরসাইকেল আরোহী মঞ্জুর মাজেদকে একটি কাভার্ডভ্যানচাপা দেয়। এ সময় মাজেদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে খানপুর হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন