শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

মেলাও লেখকের মুখোমুখি

ফাহিম ফিরোজ | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২৪ পিএম | আপডেট : ১২:০৮ এএম, ১১ ফেব্রুয়ারি, ২০১৯

কবি কামরুল আলম কিরণের এবার বই মেলায় বের হয়েছে, কবিতার বই --'তবুও ফোটে ফুল।' মিস্টি মিস্টি কবিতা দিয়ে সাজানো হয়েছে বইটি।রোমান্টিক কবিতা গুলো চমৎকার। অনেকেই বইটি কিনছেন।কবিতা গুলো পড়লেই বুঝা যায় কবি জীবনের মায়াবী নির্যাস দিয়ে কাব্য রচনা করেছেন।
প্রকাশক ছায়াবীথি। স্টলঃ ২১৬,২১৭। কভার শিল্পীঃ ধ্রব এষ। মূলঃ১৪০টাকা।
আগেও তার কয়েকটি বই বের হয়েছে।
লেখকের ভাষায়,মেলা জমজমাট।সামনে আরো জমবে।লোকজন আসছে।বই দেখছে।কিনছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,এবার বই বেশি বিক্রি হবে।অনলাইন এতে প্রভাব ফেলবেনা।পছন্দের বই যাদের কেনার, কিনবেই।অনলাইন থেকে অনেক কিছু জানা যায়, এটাও সত্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Toyabur ১ মার্চ, ২০১৯, ৯:০০ এএম says : 0
ভাল লাগলো তবে আমি তো আর এই কথা লিখতে গিয়ে হারিয়ে যায় অন্য জগতে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন