শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

আপনার প্রশ্ন

ডা: এ কে এম মাহমুদুল হক (খায়ের) | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

 প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ১৮। আমার দু’চোখের নীচে শক্ত অসংখ্য বিচির মত হয়েছে। এতে আমার মুখশ্রী নষ্ট হবার পথে। 

অনেক ওষুধ ব্যবহার করেছি, কাজ হচ্ছে না। আমি এর একটি ভাল সমাধান চাই।
-কল্পনা। পান্থপথ। ঢাকা।
উত্তর : আপনার সমস্যাটি সম্ভবত: ‘সিরিনগোমা’। এটি একটি জটিল ত্বক সমস্যা। তবে রেডিও সার্জারির মাধ্যমে আপনার সমস্যাটির নিরাময় সম্ভব। তাই দ্রæত একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪৪। বিয়ের প্রথম সময়ে আমি শারীরিকভাবে বেশ সক্ষম ছিলাম। আমার একটি সন্তানও আছে। কিন্তু বর্তমানে সহবাসে আমার দ্রæত বীর্য-স্খলন হয়ে যায়। আমি সুস্থ হতে চাই।
- সাইফুল । রামপুরা। ঢাকা
উত্তর : আপনার সমস্যাটি পুরুষত্বহীনতার লক্ষণ। বর্তমানে আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে সমস্যাটি হতে আরোগ্য লাভ সম্ভব। তাই একজন অভিজ্ঞ যৌন রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ৩০ গত কয়েকমাস যাবৎ আমার মাথার চুল পড়ে গিয়ে গোলাকার ২/৩টি টাকের সৃষ্টি হয়েছে। এতে আমি আতঙ্কিত। আমি জরুরিভিত্তিতে এ থেকে মুক্তি চাচ্ছি। কারণ আমার বিয়ে আসন্ন।
- জারীফ। মীরপুর। ঢাকা।
উত্তর : আপনাার মাথার রোগটির নাম “এলোপেসিয়া এরিয়াটা” এটি দেহে অট্রো-ইমিডন সমস্যার জন্য হয়েছে। কসমেটিক চিকিৎসার মাধ্যমে রোগটির নিরাময় শতভাগ সম্ভব। তাই একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স-৩২। আমার নখগুলো দিন দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে। নখের স্বাভাবিক রংও নষ্ট হয়ে গিয়েছে। এতে অফিসে কাজ করা আমার জন্য কষ্টকর হচ্ছে। আমি অতি দ্রæত আমার নখগুলো সুস্থ করার ইচ্ছা প্রকাশ করছি।
- মিসেস আলপনা। রাজারবাগ। ঢাকা
উত্তর : আপনার নখগুলো রোগাক্রান্ত হয়ে গিয়েছে। অনেক কারণে এটি হতে পারে। যা একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের মাধ্যমে নিরাময় সম্ভব।

ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ
এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স), বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
ফোন : ০১৯৯০০০০১৯১।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
আতিক ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ২:৩১ এএম says : 0
আমার ঠোঁট পেটে যায় আমি কি করতে পারি
Total Reply(0)
Md hasan ২৪ মার্চ, ২০১৯, ১১:৪৯ এএম says : 0
আমার শরিল থেকে মুখ অনেক বেশি কালো..তাছড়া ব্রনের দাক রয়েছে..এখন আমার মুখ উজ্জল করতে কি করতে হবে আমার?
Total Reply(0)
সানোয়ার হোসেন ২১ অক্টোবর, ২০২০, ৩:১২ পিএম says : 0
আসসালামু আলাইকুম।আমার বয়স ১৬ বছর।আমি ২০১৭ সাল থেকে অর্থাৎ ৪ বছর ধরে মাত্রাতিরিক্ত হস্তমৈথুনে লিপ্ত।তার সাথে আছে পর্নগ্রাফীর ভয়াল খাবা।অতিরিক্ত হস্তমৈথুনের ফলে আমার লিঙ্গের আগা মোটা গোড়া চিকন হয়ে গেছে। বীর্য পানির ন্যায় পাতলা ও একদম অল্প হয়ে গেছে। আগের মতো পেনিস আর উত্তেজিত হয় না।আমার ধারনা হচ্ছে যে আমার যৌন শক্তি দুর্বল হয়ে গেছে।আমি এখন কি করতে পারি?
Total Reply(0)
সানোয়ার হোসেন ২১ অক্টোবর, ২০২০, ৩:১২ পিএম says : 0
আসসালামু আলাইকুম।আমার বয়স ১৬ বছর।আমি ২০১৭ সাল থেকে অর্থাৎ ৪ বছর ধরে মাত্রাতিরিক্ত হস্তমৈথুনে লিপ্ত।তার সাথে আছে পর্নগ্রাফীর ভয়াল খাবা।অতিরিক্ত হস্তমৈথুনের ফলে আমার লিঙ্গের আগা মোটা গোড়া চিকন হয়ে গেছে। বীর্য পানির ন্যায় পাতলা ও একদম অল্প হয়ে গেছে। আগের মতো পেনিস আর উত্তেজিত হয় না।আমার ধারনা হচ্ছে যে আমার যৌন শক্তি দুর্বল হয়ে গেছে।আমি এখন কি করতে পারি?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন