বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাঙ্গন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহণ সংকট সমাধানে যুক্ত হলো ২টি বিআরটিসি বাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৯, ৫:২০ পিএম

অবশেষে শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দাবির মুখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) ২টি বাস বৃদ্ধি করা হয়েছে। বুধবার সকালে ভাড়া করা এ দু’টি বাস নিজে চালিয়ে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

নতুন যুক্ত হওয়া এ দুটি বাস নিয়ে শিক্ষার্থীদের পরিবহণকারী বিআরটিসির মোট বাসের সংখ্যা ১২টি। আর নীল বাসের সংখ্যা ৫টি। তবে শিক্ষার্থীদের দাবি বিআরটিসির ফিটনেসবিহীন যে ১০টি বাস আছে সেগুলোও দ্রুত পরিবর্তন করে নতুন বাস আনতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী আতিকুজ্জামান তানজীল বলেন, ‘নতুন বাস আসায় পরিবহণ সংকট কিছুটা হলেও কমবে। তবে আশা করি প্রশাসন বিআরটিসির বাকি যে বাসগুলোর ফিটনেস নেই সেগুলোরও দ্রুত পরিবর্তন করবে।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম বলেন, ‘বিআরটিসির দুইটি বাস নতুন যুক্ত হওয়ায় এখন থেকে বিআরটিসির বাস থাকবে ১২ টি, আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৫ টি নীল বাস শিক্ষার্থীদের নিয়ে যাতায়াত করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন