টানা কয়েক দিন তাপদাহের পর এক ফসলা বৃষ্টির দেখা মিলে। প্রচণ্ড তাপে জনজীবনসহ অস্থির হয়ে পড়েছিল প্রাণীকুলও। গতকাল শনিবার সকাল ১২টায় বৃষ্টিতে নেমে আসলো শীতল হাওয়া। হাসফাস অবস্থা ধেকে পরিত্রাণ পেল মানুষ।
শনিবার দুপুর ১২টায় স্বস্তির বৃষ্টিতে ওসমানীনগরের মানুষের মনে স্বস্তি অনুভূত এনে দিয়েছে। অনেকে অনন্দচিত্তে শুকরিয়া হিসেবে আলহামদুলিল্লাহ বলেন।
বৈশাখের শুরুতে ঝড়-তুফান থাকলেও মাঝামাঝিতে এসে তাপপ্রবাহ বইছে অবিরাম। চারদিকে ছড়াচ্ছে সূর্যের প্রচণ্ড উত্তাপ। ফলে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। মাত্র এক দিনের ব্যবধানের গত ২৫ এপ্রিল সারাদেশের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। এর মধ্যে এদিন সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ওইদিন চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক। এদিকে শুক্রবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ এবং সর্বনিম্ন ২২.৬ ডিগ্রি সেলসিয়েস।
গুড়িগুড়ি বৃষ্টি দারুণ উপভোগও করছেন ব্যাস্ত শ্রমজীবি মানুষরা। বিভিন্ন মোড়ে দেখা যাচ্ছে রিকশাসহ নানা যানবাহনের ভিড়। অনেককে আবার বৃষ্টিতে ভিজেই গন্তব্যে পথ ধরতে দেখা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন