বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিক্ষাঙ্গন

কুবির শিক্ষা ও মান উন্নয়নের লক্ষে চীনা বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বি-পাক্ষিক চুক্তির সিদ্ধান্ত

কুবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ৬:৪৯ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) শিক্ষা ও মান উন্নয়নের লক্ষে চীনের সাউদ ইস্ট পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের সাথে সর্বাত্মক সহযোগিতার উদ্দেশ্যে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে দ্বি-পাক্ষিক চুক্তি হয়।

চীনের সাউদ ইস্ট পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক ডিরেক্টর প্রফেসর দাই লেই এবং ডেপুটি সেক্রেটারি জেনারেল দিয়াও ওয়েডং (কেভিন) দ্বি-পাক্ষিক চুক্তি সম্পাদনের মাধ্যমে ছাত্র-শিক্ষকদের গবেষণা বিনিময় করার সিদ্ধান্তে কুমিল­া বিশ্বদ্যিালয়ের ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। সোমবার দুপুরে ভিসি কার্যালয়ে তারা এ সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় অতিথিবৃন্দ কুমিল­া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও মান উন্নয়নের লক্ষে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি দ্বি-পাক্ষিক চুক্তি সম্পাদনের মাধ্যমে ছাত্র-শিক্ষকদের গবেষণা বিনিময় করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আবু তাহের, বিজ্ঞান অনুষদের ডিন ড. এ ক এম রায়হান উদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন