শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অবশেষে ঘোষণা দিয়ে শাকিবের কপিরাইট সিনেমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

এ পর্যন্ত শাকিব যে দুটি সিনেমা প্রযোজনা করেছেন, দুইটি সিনেমাই ভিনদেশি সিনেমার নকলে অভিযুক্ত হয়েছিল। এ নিয়ে নানা বিতর্ক হয়েছে। সেন্সরবোর্ডে পর্যন্ত অভিযোগ দেয়া হয়েছে। তবে এতে একটা উপকার হয়েছে, শাকিব তার পরবর্তী সিনেমা নকল করে নয়, কপিরাইট এনে নির্মাণ করছেন। সিনেমাটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। সিনেমাটির নাম ফাইটার। এটি নির্মিত হবে তামিল সিনেমা সিংহাম বা সিংগামের কপিরাইট নিয়ে। এমন কথা জানিয়েছেন খোকন নিজে। খোকন জানান, সিংহামের কপিরাইট কিনে নির্মিত হবে ফাইটার। এটি হবে অফিসিয়াল রিমেক। নকল বলা যাবে না। আমরা আমাদের মতো করে সিনেমাটি নির্মাণ করবো। তার এ ঘোষণা অবশ্যই সাধুবাদযোগ্য। নকল করে সিনেমা বানানোর চেয়ে কপিরাইট এনে সিনেমা বানানোর মধ্যে সততা থাকে। তখন আর কেউ নকলের অভিযোগ করতে পারেন। আমাদের দেশে এর আগে কপিরাইট এনে সিনেমা নির্মিত হয়েছে। সেসব সিনেমা দর্শকপ্রিয়তাও পেয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, শাকিবের প্রযোজনা সংস্থা কেন মৌলিক গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে পারে না? নকল বা রিমেক করতে হবে কেন? তার প্রযোজনা সংস্থা থেকে যারা সিনেমা পরিচালনা করবেন তাদের কি মৌলিক গল্প সৃষ্টির মেধা নেই? সঙ্গত কারণে এসব প্রশ্ন শাকিবের দর্শকরা করতে পারেন। উল্লেখ্য, তামিল সিনেমা সিংহাম ২০১০ সলে মুক্তি পায়। এতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছিলেন সুরিয়া শিবকুমার, আনুশকা শেঠি ও প্রকাশ রাজ। পরবর্তীতে সিনেমাটি কলকাতা ও বলিউডে রিমেক হয়। বলিউডে সিংগাম চরিত্রে অভিয়ন করেছিলে অজয় দেবগন। সিনেমাটি বেশ জনপ্রিয়তা পেয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন