অবিশ্বাস্য হলেও সত্য, মাগুরার বাকি বিল্লাহর দাড়ি বর্তমানে ৫ ফুট ২ ইঞ্চি। তার ধারনা এত বড় দাড়ি আর কারো নেই। মাগুরা সদর উপজেলার চর পুখুরিয়া গ্রামে ১৯৬৯ সালে তার জন্ম। পিতা মৃত আব্দুস সোবহান মাতা ফাতেমা খাতুন জহুরা। সে ১৯৬৯ সালে এসএসসি পাশ করে । ১৯৯৮ সালে তার প্রথম দাড়ি গজায়। গত ১৯ বছরে তার দাড়ি লম্বা হতে হতে এ অবস্থায় এসেছে। বাকি বিল্লাহ হাদিস গ্রন্থ আবু দাউদ শরীফে পেয়েছেন দাড়ি ছেড়ে দাও, গোঁফ ছোট কর। এ কথার প্রেক্ষিতে সে দাড়ি না ছেটে যতœ করতে থাকে। বর্তমানে তার বয়স ৪৮ বছর। সাধারণ ব্যবসায়ী বাকি বিল্লাহ অভাব অনটনের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করে চলছেন। এত বড় দাড়ি নিয়ে চলাচল করা অসুবিধা তাই বুকের ভেতর ভাজ করে সে কাপড়ের নিচে রেখে চলাচল করে। তার পরও পবিত্রতা রক্ষার জন্য ৪ ইঞ্চি কেটে ফেলেছেন। তা না হলে মাটিতে পড়ে গুনাহ হবে। তিনি জানান, পথে ঘাটে অনেকেই তার দাড়ি দেখার জন্য বিরক্ত করে। একমাস না কাটলে তার দাড়ি মাটিতে পড়ে যায়। তাই মাঝে মাঝে বাধ্য হয়ে কেটে কিছুটা ছোট করতে হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন