বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালি আসর

ছড়া

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নাসিমা সুলতানা শফির ছড়া

মামার দেশে

চাঁদকে সবাই মামা ডাকে
চাঁদ কি তোমার ভাই?
চলো না মা আমরা সবাই
মামার দেশে যাই।
চাঁদের বুড়ির চরকা কাটা
দেখবো ঘুরে ঘুরে
মেঘের সাথে উড়বো মাগো
সারা আকাশজুড়ে।
ভাবছো মাগো কেমনে যাব
দূর আকাশে ওই
আকাশ পাড়ে লাগিয়ে দেব
মস্ত বড় মই।

কাকটা

কাকটা সারাদিন
করে কা কা
আর কত ডাকবি
যারে দূরে যা
ভাত দিলে খায় না
করে অভিমান
দুধ খেয়ে কাকটা
গায় কা কা গান।
দুধ নেই ভাত নেই
ঘরে হাড়ি শূন্য
কা কা ডাক কানে লাগে
খুব যে জঘন্য।

শাহাদাৎ শাহেদ
আকাশ ছোঁয়ার স্বপ্ন

‘আকাশ ছোঁয়া’র স্বপ্ন মনে ঝিলিক মারে যার
সে কি পারে অলসভাবে ঘুমাতে আবার!
দিন ও রাতে স্বপ্নলোকের যত্ত মাখামাখি
তাড়ায় তাকে ‘স্বপ্ন’ নামের মিষ্টি কোন পাখি।

তার মোটে কি বিরম আছে? যখন করে যা
আকাশ ছোঁয়ার স্বপ্ন বলে-‘পিছু ছাড়ছি না।’
সকল কাজই তার নিকটে সহজ লাগে অতি
স্বপ্নটা যে দেয় বাড়িয়ে জীবন চলার গতি।

অসম্ভবও তার হাতে দেয় একের পর এক ধরা-
স্বপ্ন নিয়ে উঠে-বসে, শেষ করে সব পড়া।
মন খারাপের সময় খুঁজে পায় না কভু সে
আকাশ ছোঁয়ার স্বপ্ন বলে-‘মিষ্টি হেসে নে।’

যাদের মনের স্বপ্নগুলোর শক্তি বেশি যতো-
সফলতা হাতছানি দেয় তাদের দিকে ততো।

শাহীন খান
শেয়ার করি

শীতের বুড়ি আসলো দেশে
শীতের পরশ নিয়ে
ভীষণ ভীষণ ঠা-া হাওয়ার
কাঁপন যে জাগিয়ে!
লেপতোষকের দারুণ কদর
গরম পোশাক চাই
নতুন নতুন শাকসবজি
হাত বাড়ালেই পাই।
শিশির ঝরে টুপটুপাটুপ
কুয়াশা চারদিক
শিন্নি পায়েশ পিঠে পুলির
গন্ধ ঝরে ঠিক!
দারুণ কষ্ট গরিব দুখির
বলবো কি আর ভাই
গরম পোশাক লেপ আর তোষক
কেনার সাধ্য নাই!
আমার ভারী ইচ্ছে জাগে
ওদের পাশে যাই
ওদের যত কষ্ট আছে
‘শেয়ার’ করি তাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন